আমাদের দেহের অঙ্গগুলি কৃষ্ণ সেবায় নিয়োজিত করার ফল


আমাদের দেহের অঙ্গগুলি কৃষ্ণ সেবায় নিয়োজিত করার ফল

প্রসাদী পুষ্পমাল্য বা তুলসীমাল্য ধারন

স্কন্দ পুরানে ব্রহ্মা নারদকে বলেছেন,"হে নারদ! যে মানুষ ভগবানের প্রসাদী তুলসী মালা এবং প্রসাদী পুষ্প মালা কন্ঠে ধারন করেন,তিনি সব রকম পাপ ও রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন।

কীর্তনে বা শ্রীমূর্তির সম্মুখে নৃত্য

শ্রী ভগবান বলেছেন...যে মানুষ প্রসন্ন চিওে ভক্তিপূর্ব্বক আমার সামনে আনন্দ নৃত্য করতে করতে শরীরের ভঙ্গিমার দ্বারা অন্তরের বিভিন্ন ভাব প্রকাশ করেন,তার কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ বিনষ্ট হয়ে যায়।

শুধু তাই নয়,দেবর্ষি নারদ বলেছেন,"দিব্য ভাব প্রকাশ করে যিনি ভগবানের শ্রীবিগ্রহ অথবা ভক্তের সম্মুখে নৃত্য করেন,এবং করতালি দেন,তাঁর শরীর থেকে পাতকরুপী সমস্ত পক্ষী উড়ে চলে যায়।

ভগবানকে স্বাগত জানাতে দন্ডায়মান হওয়া

ব্রহ্মাণ্ড পুরানে বলা হয়েছে, যিনি ভগবানের শ্রী বিগ্রহ দর্শনে অথবা রথযাত্রার সময়ে,ঝুলন যাত্রার সময়ে ভগবানকে স্বাগত জানিয়ে দাড়িয়ে দুই হাত তুলেন,তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়।

      বিষ্ণু মন্দির পরিক্রমা
হরিভক্তি সুধোদয়ে বলা হয়েছে,"যে মানুষ ভগবান শ্রীবিগ্রহ পরিক্রমা করেন,অথবা বিষ্ণুমূর্তি বা কৃষ্ণমূর্তির পরিক্রমা করেন, তিনি এই জড় জগতে জন্ম-মুত্যুর চক্রকে প্রতিহত করে জড় বন্ধন মুক্ত হন।ভবরোগের ফলে বদ্ধজীব  নিরন্তর জন্ম-মুত্যুর চক্রে আবর্তিত হয়,কিন্তু ভগবান মন্দির প্রদক্ষিণ করার ফলে সেই আবর্তন থেকে মুক্ত হওয়া যায়।

           চরনামৃত পান
সকাল বেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয়,সেই স্নানের জল হচ্ছে চরনামৃত।
পদ্ম-পুরানে বলা হয়েছে,যে মানুষ কোন দিনও দান,যজ্ঞ, স্বাধ্যায়,অর্চন আদি কোন রকম পূণ্যকর্ম করেনি,সে যদি ভক্তিভরে  পরম বিশ্বাসে ভগবানের চরনামৃত পান করেন তার দেহের রোগ-শোক-ব্যাধী বিনষ্ট হয়ে, তার ভক্তি লাভ হয়।

     শ্রীবিগ্রহ দর্শন বা আরতি দর্শন
বরাহ পুরানে বলা হয়েছে, যে ব্যক্তি ভগবানের শ্রী মন্দির বা শ্রীবিগ্রহ অথবা আরোতি চলাকালীন শ্রী ভগবানকে প্রানভরে দর্শন করেন তাকে স্বয়ং যমরাজও ভয় পায়।এবং ঐ পূণ্যবান ব্যক্তি স্বর্গলোকে উন্নিত হয়।তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই।

              স্তব পাঠ
নৃসিংহ পুরানে বলা হয়েছে,কোন ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে অথবা ভক্ত সম্মুখে ভগবানের বিভিন্ন স্তব পাঠ করেন,তিনি তাৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুন্ঠলোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন,তাতে কোন সন্দেহ নেই।।