এক ব্যক্তি একটি পাঠাকে মন্দিরে বলি দিতে গেছে, তখন পাটা হেসে উঠলো...
তখন ঐ ব্যক্তি পাঠা কে বলল আমি তোকে বলি দিতে এনেছি আর তুই হাসছিস।
তখন পাঠা বলল, আমি এই চিন্তা করে হাসছি যে
আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করে, এর পরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি
কিন্তু তুই তো আমার মত অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে
পরম ভক্ত সেজে বীরত্ব দেখিয়েছিস, তোর মৃত্যু যে কত ভয়ানক হবে।
আসল কথা হচ্ছে আমরা ঈশ্বরকে মনে করি ঘুষখোর অফিসার
তাই গৃহপালিত পশু—পাঠা-মহিষ-হাঁস-কবুতর বলি দেই নিজের স্বার্থ আদায়ের জন্য।
আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম কেন এই নিরীহ পশু বলি
অনেক বলেছেন স্বপ্নে দেখেছেন কেউবা মানস করেছেন
আমার কথা হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখেন একটা বিষধর সাপ দিয়ে মাকে পূজা দিতে
কিংবা বাঘ, সিংহ ইত্যাদি অথবা নিজের শরীরের একটি অঙ্গ কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পূজা দিতে
কতজন ভক্ত পূজা দেবেন।
তাই সকলের কাছে বিনম্র অনুরোধ আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ গড়ে তুলি
যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবেনা কোন নিরীহ পশুর রক্তের চিহ্ন
আর এই কথাগুলি আমার স্বপ্নে দেখা কোন মানষির নয়।
====================================
তখন ঐ ব্যক্তি পাঠা কে বলল আমি তোকে বলি দিতে এনেছি আর তুই হাসছিস।
তখন পাঠা বলল, আমি এই চিন্তা করে হাসছি যে
আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করে, এর পরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি
কিন্তু তুই তো আমার মত অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে
পরম ভক্ত সেজে বীরত্ব দেখিয়েছিস, তোর মৃত্যু যে কত ভয়ানক হবে।
আসল কথা হচ্ছে আমরা ঈশ্বরকে মনে করি ঘুষখোর অফিসার
তাই গৃহপালিত পশু—পাঠা-মহিষ-হাঁস-কবুতর বলি দেই নিজের স্বার্থ আদায়ের জন্য।
আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম কেন এই নিরীহ পশু বলি
অনেক বলেছেন স্বপ্নে দেখেছেন কেউবা মানস করেছেন
আমার কথা হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখেন একটা বিষধর সাপ দিয়ে মাকে পূজা দিতে
কিংবা বাঘ, সিংহ ইত্যাদি অথবা নিজের শরীরের একটি অঙ্গ কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পূজা দিতে
কতজন ভক্ত পূজা দেবেন।
তাই সকলের কাছে বিনম্র অনুরোধ আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ গড়ে তুলি
যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবেনা কোন নিরীহ পশুর রক্তের চিহ্ন
আর এই কথাগুলি আমার স্বপ্নে দেখা কোন মানষির নয়।
====================================