মানব দেহে রিপুর উৎপত্বি কি
ভাবে হয় ?
রিপুর ক্ষতী কি ?
রিপু কি ভাবে দমন করা যায় ???
রিপু অর্থ --- কণ্টক, শত্রু, দুসমন ।
মানুষের আত্নোন্নতির পথে,
এই রিপু গুলিই প্রধান বাঁধা ।
তাই শাস্ত্র কার গন এদের নাম
দিয়েছেন , ষড়রিপু ।
তা হল ১। কাম ২। ক্রোধ ,
৩। লোভ ৪। মোহ ৫। মদ ও,
৬। মাৎসর্য ।
কাম :--- কাম অর্থ , কামনা ,
বিষয় বাসনা, যে কোন রূপ
ভোগ বাসনা ।
রিপু গুলির মধ্যে, কাম রিপুই প্রধান ,
বিষয় চিন্তা করিতে করিতে,
মানুষের তাহাতে আসক্তি জন্মে,
আসক্তি হতে কামনা, অর্থাৎ
বিষয় ভোগের অবিলাষ জন্মে,
এই চাওয়া যখন চরম আকার
ধারন করে , ঐ চরম অবস্হার
নামই হচ্ছে কাম ।
ক্রোধ :--- ঐ কামনা, ভোগ
বাসনা , পাইতে যাইয়া যখন
বাঁধা প্রাপ্ত হয়, মনের বাসনা
প্রতিহত হইলেই তখন ক্রোধের
উদ্রেক হয় । এটার নামই হচ্ছে
ক্রোধ ।
লোভ :---আবার বাসনা মিষ্ট রসাদি
ধন সম্পদ নারী বাড়ি গাড়ি,
এদের প্রতি অতি মাত্রায় আকৃষ্ট
হইলেই তাহাকে লোভ বলে ।
মোহ :---মোহ অর্থ -- অজ্ঞান ।
এই অজ্ঞানতা যখন,
আমি ধনী, আমি জ্ঞানি, সকল স্হানে আমার ও আমিত্ব
প্রকাশ পায়, তাহার নামই মোহ ।
মাৎসর্য :--- অর্ধ --পরশ্রীকাতরতা,
এই অহমিকা যখন পরের উন্নতি
দেখে সন্কুচিত হয় , পরের ক্ষতি
সাধনে লিপ্ত হয় ।
তাহার নামই মাৎসর্য ।
মানুষের আত্নোন্নতি হয়না কেন ?
যাহারা সৎ গুরু সংঘ করেনা,
সৎ উপদেশ লাভ করেনাই ।
তাদের আত্নোন্নতি হয়না !
কারণ সংশয় বোধয়ের মধ্যে
হাবু ডুবু খাচ্ছে ।
কোনটা যে সঠিক এটা তারা
বুজতে পারেনা ।
চক্ষু কর্ণ ও ইন্দ্রিয় দ্বারা, আমরা
যে জ্ঞান লাভ করি এটা হচ্ছে,
লৌকিক জ্ঞান , এটা নিম্ন মানের জ্ঞান, এটাতে সত্য ও মিথ্যা ,
মিশ্রিত থাকে , সন্দেহ বুদ্ধির দ্বারা
মিথ্যা থেকে সত্য বাহির করা
সম্বব নয় ! তাই অধিকাংশ মানুষ
সত্য বুজতে পারেনা ।
কারণ তাদের আত্নো উন্নতি হয়
নাই । জ্ঞান ব্যতীত মায়া দূর হয়না ।
বিষয় বাসনা থাকিতে আত্নো
জ্ঞানের উদয় হয়না ।
যেমন, ধূয়া অপসারিত না হইলে
অগ্নি প্রকাশিত হয়না ।
তেমনি বিষয় বাসনা থাকিতে
আত্নো জ্ঞানের উদয় হয়না ।
ইন্দ্রিয়, মন, বুদ্বি ,
এই তিনটি, কামের আশ্রয় বা
অবলম্বন । কাম কে জয় করতে
চাইলে, কামের আশ্রয় দানকারি
ইন্দ্রিয় দিগকে জয় করতে পারলেই
কাম জয় হবে ।
যা ইন্দ্রিয় সংযম ও ত্যাগ সাধনা
দ্বারা, কামনা দমন করতে হয়।
কামনা ত্যাগ করতে পারিলেই
মায়া দূর হয় , মায়া দূর হইলেই
আত্নো জ্ঞান উদয় হয় ।
কেহ বলে রিপু মেরে ফেলতে হবে
ঐ কথাটার সাথে আমি ,
একমত নই । কারণ
রিপু মারার বিষয় নয় ,
রিপু মারলে সৃষ্টি থাকেনা ।
রিপু বধ করতে হবে ।